ভোর ৫:০১ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচ : হামজাকে পেয়ে জয়ের বাইরে কিছু ভাবছেন না জামাল ভূঁইয়ারা

বিশেষ সংবাদদাতা
২৪ মার্চ ২০২৫

 

 

একজন হামজা চৌধুরী বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়দের মনমানসিকতাই বদলে দিয়েছেন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তাও ভারতের মাটিতে। লাল-সবুজ জার্সিধারী ফুটবলাররা এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না।

হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে জয়ের আশা। আগামীকাল (মঙ্গলবার) মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। নতুন বছরে এটি ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশের প্রথম।

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা এখানে জিততে এসেছি। ড্র হলে সমস্যা নেই। তবে আমরা জিততে চাই। কেবল আমিই নই, যদি দলের প্রত্যেককে জিজ্ঞাস করেন, জবাব আসবে জিততে চাই। আমরা এখানে এসেছি ৩ পয়েন্টের জন্য।’

বাংলাদেশ ও ভারতের র‌্যাংকিংয়ে বড় একটা পার্থক্য আছে। বাংলাদেশ অধিনায়ক র‌্যাংকিংয়ের পার্থক্যটা ধর্তব্যে আনছেন না। তার কথা পরিষ্কার, এই ম্যাচ জিততে হবে।

‘আমার ফোকাস শুধু ম্যাচ জিততে হবে। কোচ অনুশীলন করিয়েছেন। আমি মনে করি এটা সেরা স্কোয়াড। তাই আমাদের লক্ষ্য জয়। আর হামজা তো এসেছেন। এটা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। তাই আমি বলবো লক্ষ্য একটাই-তিন পয়েন্ট’-বলেছেন জামাল ভূঁইয়া।

এ ম্যাচে গ্যালারিভর্তি স্বাগতিক দর্শক থাকবে। তারা ভারতের পক্ষে গলা ফাটাবেন। এটা কীভাবে দেখছেন? জামালের উত্তর, ‘ভারতের বিপক্ষে ম্যাচের আগে ও পরে দর্শকদের চাপ থাকবে। তবে আমরা দর্শকদের দিকে কোনো ফোকাস দেবো না। তারা কী করছে, কী বলছে; সেটা আমাদের ফোকাস নয়। আমাদের পুরো ফোকাস থাকবে ম্যাচের দিকে।’

বাংলাদেশ চার বছর পর ভারতের মুখোমুখি হচ্ছে। ২০২১ সালে মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর দুই দলের আর দেখা হয়নি। বাংলাদেশ সর্বশেষ দুই ম্যাচ ভারতের মাটিতে ড্র করেছে। এবার আর ড্র নয়, জয়ের লক্ষ্যই জামালদের।

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *