রাত ৪:২৮ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভেঙে দেওয়া হলো আন্তর্জাতিক তায়কোয়ানদোর কমিটি

বিশেষ সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি ২০২৫

 

 

জাতীয় ক্রীড়া পরিষদ আরেকটি অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

তবে নতুন অ্যাডহক কমিটি গঠন করেনি এনএসসি। যার অর্থ বাংলাদেশে এখন এই অ্যাসোসিয়েশনের কোনো কমিটিই থাকলো না। নির্বাহী কমিটি কেন ভেঙে দেওয়ার হয়েছে সেই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ শুধু কোন ধারাবলে (এনএসসি আইন ২০১৮ এর ২১) ভেঙ্গে দেওয়া হয়েছে সেটা উল্লেখ করেছে।

এ বিষয়ে ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক মো. সোলায়মান সিকদার  বলেছেন, ‘আমাদের কমিটি ২০২৩ সালে নির্বাচিত। মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। কেন ভেঙেছে বুঝলাম না। আর কমিটি ভেঙে আরেকটি কমিটি গঠন না করলে এই খেলার কর্মকাণ্ড পরিচালনা করবেন কারা?’

‘আমরা তো গত ৩ ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশনকে ফেডারেশনে উন্নীত করতে এনএসসির কাছে আবেদন করেছি। আজই (বৃহস্পতিবার) সেই বিষয়ে এনএসসির কাছ থেকে একটা নোট পেলাম। তারা কিছু নীতিমালা পূরণের কথা বলেছে। সেগুলো তো আমরা পূরণ করেছি।’

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *