সকাল ১০:০৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভুলে জেলেনস্কিকে ‘পুতিন’ কমলাকে ‘ট্রাম্প’ ডাকলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, এনজি
১২ জুলাই ২০২৪

 

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মানসিক ও শারীরিক সক্ষমতা বাইডেনের আছে কিনা এ নিয়ে অনেকে সন্দেহ ও শঙ্কা প্রকাশ করছেন। অনেকেই বলছেন বাইডেনের বয়স হয়ে গেছে— তার এখন সরে যাওয়া উচিত।

এমন আলোচনার মধ্যেই বড় ভুল করে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন— ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প হিসেবে অভিহিত করেন।

ন্যাটো সম্মেলন শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জেলেনস্কির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন বাইডেন। ওই সময় তিনি বলেন, ‘আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি ইউক্রেনের প্রেসিডেন্টের হাতে। যার সাহস তার সংকল্পের মতোই…. ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ… প্রেসিডেন্ট পুতিন।”

এমন ভুল করার পর সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নেন ৮১ বছর বয়সী বাইডেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন… আপনি প্রেসিডেন্ট পুতিনকে হারাবেন, প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি পুতিনকে হারাতে সংকল্পিত।”

ওই সময় জেলেনস্কিকে বলতে শোনা যায়, “আমি পুতিনের চেয়ে ভালো।” বাইডেন তখন বলেন, “আপনি তার চেয়ে অনেক ভালো।”

এর একটু পরই সংবাদ সম্মেলনে নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প হিসেবে অভিহিত করেন বাইডেন। সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞেস করেন কমলা হ্যারিসের উপর তার আস্থা কেমন আছে? জবাবে বাইডেন বলেন, “দেখুন, যদি তার প্রেসিডেন্ট হওয়ার সক্ষমতা না থাকত তাহলে আমি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেঁছে নিতাম না।”

গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন বাইডেন। ওই বিতর্কে তার শোচনীয় পরাজয় হয়। এরপর থেকেই আগামী নির্বাচন থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন তার দলের লোকেরাই।

 

এমটিআই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *