জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ আগস্ট ২০২৪
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ঢাকাসহ সারাদেশে বিজয় উল্লাসে মেতেছে সর্বস্তরের ছাত্র-জনতা। তবে এই সুযোগে দুর্বৃত্তরা নানা জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত ও দেশ গড়ায় আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো দুষ্কৃতিকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে দল-মত নির্বিশেষ একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এসকেডি/ এনজি