রাত ১:৪৩ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভিডিও ফাঁস হতেই দিশাকে নিয়ে নয়া গুঞ্জন

বিনোদন ডেস্ক

৩১ মার্চ ২০২৫

 

বলিউড অভিনেত্রী দিশা পাটানি দীর্ঘ দিন অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে ভেঙে গেছে সেই সম্পর্ক।

এর পরেই শরীরচর্চা প্রশিক্ষক অ্যালেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে দিশার সম্পর্কের গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়।
অ্যালেকজ়ান্ডার নিজের হাতে দিশার মুখের ছবি উল্কিও করিয়েছিলেন।

তাতে জল্পনা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেননি তারা।

তবে নতুন করে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে অনুরাগীদের অনুমান, ফের প্রেমে পড়েছেন দিশা। তার সঙ্গেই রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, এক রেস্তরাঁয় বসে রয়েছেন দিশা। স্প্যাগেটি টপের ওপর আলগা ভাবে পরা শার্ট নেমে এসেছে কাঁধ থেকে। অভিনেত্রীর চোখেমুখে লাবণ্যের ছাপ। হাসিমুখে কারও সঙ্গে কথা বলছেন তিনি। তবে অভিনেত্রীর উল্টো দিকে কে বসেছিলেন, তা দেখা যায়নি।

যদিও ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অনুরাগীদের দাবি, ‘আমরা নিশ্চিত, দিশা প্রেম করছেন। ’ তবে নিন্দকদেরও অভাব নেই। তাদের দাবি, ‘দেখে মনে হচ্ছে, পুরোটাই আগে থেকে ঠিক করা ছিল। নজর আকর্ষণ করতে নিজেই এই ভিডিও করিয়েছেন দিশা। তাই উল্টো দিকের ব্যক্তিকে দেখানো হয়নি। ’

দিশা পাটানির জন্ম ভারতের উত্তর প্রদেশে। ২০১৫ সালে তেলেগু ভাষার ‘লোফার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এতে তার নায়ক ছিলেন বরুণ তেজ। পরের বছরই ‘এম. এস. ধোনি: আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। সিনেমাটিতে বেশ নজর কাড়েন এই নায়িকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *