দুপুর ১:৩৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভিকির সঙ্গে অন্তরঙ্গ তৃপ্তি, চিন্তায় ভক্তরা!

বিনোদন ডেস্ক

 

গত বছর ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর থেকেই চর্চায় তরুণ বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সিনেমাটিতে অভিনেত্রীর বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অন্তর্জালে বিস্তর চর্চা হয়েছিল। এর মধ্যেই তৃপ্তি নতুন করে আলোচনায় ‘ব্যাড নিউজ’ সিনেমার একটি গানের স্থিরচিত্র পোস্ট করে।

সেখানে সহ-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে তাঁকে আবেদনময়ী ভঙ্গিতে দেখা গেছে। মজা করে অনেক ভক্ত মন্তব্য করেছেন, ছবিটি দেখে ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফের প্রতিক্রিয়া কী হতে পারে! খবর হিন্দুস্তান টাইমসের

৯ জুলাই আসবে ‘ব্যাড নিউজ’ সিনেমার গান ‘জানম’। গতকাল ইনস্টাগ্রামে এই গানের একটি স্থির চিত্র ও টিজার পোস্ট করেছেন তৃপ্তি।

যে ছবিতে তৃপ্তিকে ভিকির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেও দেখা গিয়েছে। তৃপ্তিকে দেখা গেছে নীল বিকিনিতে। এর পর থেকেই নতুন করে চর্চা শুরু হয়েছে অভিনেত্রীকে নিয়ে।

ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ক্যাটরিনা কাইফকে নিয়ে মন্তব্য করেছেন। একজন বলেছেন, ‘আমি ক্যাটরিনা হলে এটা কিছুতেই সহ্য করতাম না। তুমি প্রতিবাদ করো প্লিজ।’

কেউ আবার ভিকিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ক্যাটরিনাকে একটু তো ভয় পান ভাই।’ কেউবা লিখেছেন, ‘ভাই, আপনার স্ত্রী কি আপনাকে মারধর করে না? এগুলো করেন কী করে?’

অনেক ভক্ত আবার তৃপ্তির লুকের প্রশংসাও করেছেন। করণ জোহর প্রযোজিত ও আনন্দ তিওয়ারি পরিচালিত ‘ব্যাড নিউজ’ ১৯ জুলাই মুক্তি পাবে।

এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গুড নিউজ’-এর সিকুয়েল। কমেডি সিনেমাটিতে ভিকি ও তৃপ্তি ছাড়া আরও অভিনয় করেছেন অ্যামি ভির্ক, নেহা ধুপিয়া। অতিথি চরিত্রে দেখা যাবে অনন্যা পান্ডেকে।

 

বি/ডে : এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *