ভোর ৫:০২ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও ত্যাগের গল্পে তৌসিফ, আইশা

বিনোদন ডেস্ক

‘ব্যথার বাগান’–এর তৌসিফ ও আইশা। নির্মাতার সৌজন্যে
‘ব্যথার বাগান’–এর তৌসিফ ও আইশা। নির্মাতার সৌজন্যে

ভালোবাসা দিবসে দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নাটক, ওয়েব ফিল্ম। অনুমিতভাবেই এসব কনটেন্টে উঠে আসবে ভালোবাসার গল্প। নির্মাতা ইফফাত জাহান মম নিয়ে আসছেন এমনই একটি নাটক ‘ব্যথার বাগান’। পরিচালকের ভাষ্যে, ‘এটি ভালোবাসা ও বন্ধুত্বের গল্প।’

লেখক কিঙ্কর আহসানকেও নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নির্মাতার সৌজন্যে
লেখক কিঙ্কর আহসানকেও নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নির্মাতার সৌজন্যে

এক সংবাদ বিজ্ঞপ্তি তিনি জানান, নতুন এ প্রকল্পে তিনি সম্পর্কের বিভিন্ন দিক অন্বেষণ করেছেন।

নাটকটির গল্প ভাবনা এ সময়ের জনপ্রিয় লেখক কিঙ্কর আহসানের। এর প্রধান দুই চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুব ও আইশা খানকে।

‘ব্যথার বাগান’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে
‘ব্যথার বাগান’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

 

লেখক কিঙ্কর আহসানকেও নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা মনে করেন, ভালোবাসার গল্প ছাড়াও এই নাটকের সংগীত পছন্দ করবেন তরুণেরা। জাহিদ নীরবের সংগীতে মাশা ইসলাম ও হাসিবুল নিবীরের গাওয়া একটি গানও থাকছে নাটকে।

‘ব্যথার বাগান’–এর তৌসিফ ও আইশা। নির্মাতার সৌজন্যে
‘ব্যথার বাগান’–এর তৌসিফ ও আইশা। নির্মাতার সৌজন্যে

গানটি লিখেছেন তারিক তুহিন। কে এস ফিল্মস প্রযোজিত নাটকটি নির্মিত হয়েছে ব্ল্যাক পেপার ফিল্মসে ব্যানারে।

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *