স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে আছেন সুনীল গাভাস্কার। ক্রিকেটার হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, জিতেছেন বিশ্বকাপের শিরোপা। অবসর পরবর্তী সময়ে ধারাভাষ্যকার হিসেবে ভারতের হয়ে মাইকের পেছনে জায়গা করে নিয়েছেন। টিম ইন্ডিয়ার প্রশংসা বা সমালোচনায় সবক্ষেত্রেই পাওয়া যায় গাভাস্কারকে। এবার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কার বিপক্ষে সেমিফাইনালে খেলা উচিৎ, সেই বিষয়েও মন্তব্য করেছেন দ্য লিটল জিনিয়াস।
আর সেইসঙ্গে অস্ট্রেলিয়ার এবারের দলে নেই তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড। সেটারই সুবিধা সেমিতে নিতে চান গাভাস্কার, ‘দুই দলই অসাধারণ, তারা কোনো ভুল করেননি। ভারত এখন আলাদা করে কোনো দলের নাম করবে না, কারণ তারা জানে সেই দলটাও নকআউটে আসবে। এখন বাচা-মরার লড়াই। তাই আমার মনে হয় না, তারা কোনো দলকে আলাদা করে পছন্দ করবে না। হতে পারে অস্ট্রেলিয়া, কারণ কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত খেলেছে।’
গাভাস্কার আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার চেয়ে তারা অস্ট্রেলিয়াকে ভালো করে জানে। কারণ দক্ষিণ আফ্রিকাকে তারা সবশেষ মোকাবেলা করেছে ২০২৪ টি-টোয়েন্টির ফাইনালে। তাই তারা হয়ত অস্ট্রেলিয়াকে পেতে চাইবে (সেমিফাইনালে)। তাদের মূল বোলার স্টার্ক, কামিন্স আর হ্যাজেলউডকে ছাড়াই দলটা এসেছে। তাই হয়ত ভারত তাদের বিপক্ষেই খেলতে চাইবে।’
ভারত সেমিফাইনালে কাদের বিপক্ষে সেটা অবশ্য জানা যাবে আজকের ম্যাচের ফলাফলের ওপর। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপসেরা হলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড গ্রুপসেরা হয়ে সেমিতে উঠলে, তখন ‘এ’ গ্রুপের রানারআপ ভারত সেমিতে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার।