রাত ১১:৫১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে মন্দিরের টিকিটের জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৫

 

 

 

 

ভারতে অন্ধ্র প্রদেশের তিরুপতি তিরুমালা মন্দিরে টিকিটকেন্দ্রের সামনে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) রাতে মন্দিরের ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টোকেন সংগ্রহের সময় ভক্তদের প্রচণ্ড ভিড়ে এই দুর্ঘটনা ঘটে।

তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) চেয়ারম্যান বি ডি নাইডু জানান, ভক্তদের বিপুল সমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একাদশী উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল। তাদের টিকিট বিতরণের জন্য ৯১টি কাউন্টার চালু করা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।

টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি জানান, বিষ্ণু নিবাসমের কাছে টিকিট সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভক্তরা ছোট জায়গা দিয়ে প্রবেশের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা পদপিষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী নেতা রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শোক প্রকাশ করেছেন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনার পরপরই পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন এবং তিরুপতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনের নতুন তারিখ ১০ জানুয়ারি থেকে নির্ধারণ করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

সূত্র: ডয়েচে ভেলে/এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *