সকাল ৬:১৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে চলছে না শাকিবের ছবি, বন্ধ হল ‘তুফান’

বিনোদন ডেস্ক
১২ জুলাই ২০২৪

 

দেশের প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানো শাকিব খানের ‘তুফান’ একটা বড়সড় ধাক্কা খেলো আরেক বাংলা সিনেমার শহরে। গত ৫ই জুলাই ভারতে মুক্তি পায় ‘তুফান’। সেখানে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পারেনি ছবিটি। ফলে দর্শকশূণ্যতায় এখন ছবিটির পর্দা নামিয়ে ফেলেছেন কলকাতার হল মালিকেরা।

শুরু থেকেই ঢাকার হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা যায় বলে একটা সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ‘তুফান’ ছবি এক সপ্তাহের বেশি হলে চালানো সম্ভব না জানিয়ে কলকাতার হল মালিকরা বলছেন, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নগণ্য। যেখানে প্রসেনজিৎ, দেব, জিতের ছবিই দর্শক ধরতে পারে না, সেখানে শাকিব অনেক দূরের কথা।

এসভিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। এই মুহূর্তে শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে ছবিটি; বাকি প্রেক্ষাগৃহগুলোতে নামিয়ে ফেলা হয়েছে।

এর আগে স্যাকনিল্ক-এর রিপোর্টে বলা হয়েছিল, ভারতে প্রথম পাঁচ দিনে এই ছবির ব্যবসা দাঁড়িয়েছিল মাত্র ৭ লাখ টাকা। কিন্তু বাকি দুইদিনে এমন দর্শকখরায় ১০ লাখের গণ্ডি পার করতে পেরেছে কী না, তা এখন বোঝা দায়।

তবে ভারতের হিসাব বাদ রাখলে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে তুফান দারুণ সাড়া পেয়েছে। এছাড়াও পরিচালক রায়হান রাফী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বড় বাজেটের এই ছবিটি বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যেই টাকা উঠিয়ে নিয়েছে।

 

ডিএিএনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *