রাত ৮:২১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের শীর্ষ যানজটের শহর কলকাতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫

 

 

 

ভারতের ব্যস্ততম শহরগুলোর মধ্যে যানজটে শীর্ষে উঠে এসেছে কলকাতা। অর্থাৎ, ধীরগতির শহরের তালিকায় ভারতের মধ্যে সবার ওপরে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম। এটি নিশ্চিত করেছে ডাচ লোকেশন টেকনোলজি বিশেষজ্ঞ সংস্থা ‘টমটম’।

বিশ্বজুড়ে ৬২টি দেশের ৫০০ শহরে জরিপ চালিয়ে তৈরি হয়েছে ২০২৪ সালের টমটম ট্রাফিক ইনডেক্স। জরিপে যাত্রাপথের সময়, যানবাহনের গতিবেগ এবং শহরের যানজটের তথ্য বিবেচনা করা হয়েছে।

টমটম রিপোর্টে বিশ্বের যানজটপূর্ণ শহরের তালিকায় প্রথম পাঁচটির মধ্যে তিনটিই ভারতের। সেখানে কলকাতা (২য়), বেঙ্গালুরুর (৩য়) পাশাপাশি নাম রয়েছে পুনেরও (৪র্থ)।

এটি কলকাতার জন্য একটি উদ্বেগজনক তথ্য। কারণ এক সময় ট্রাফিক জ্যামের নিরিখে বেঙ্গালুরু শহর শীর্ষে ছিল।

টমটম জরিপে বলা হয়েছে, কলকাতায় গড়ে প্রতি ১০ কিলোমিটার পথ যেতে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় লাগে এবং ঘিঞ্জির মাত্রা ৩২ শতাংশ। বেঙ্গালুরুতে একই পথ যেতে সময় লাগে ৩৪ মিনিট ১০ সেকেন্ড এবং ঘিঞ্জির মাত্রা ৩৮ শতাংশ।

আইনজীবী দীয়াশা সাহা বলেন, কলকাতার ট্রাফিক জ্যাম ঢাকা শহরকেও হার মানায়। দিনকে দিন কলকাতা আরও ঘিঞ্জি হয়ে উঠছে। দীয়াশা আরও বলেন, এটি সত্যিই চিন্তার বিষয়। সরকারের উচিত এই বিষয়ে কাজ করা, যাতে দ্রুত সমস্যা সমাধান হয়।

কলকাতার বাসিন্দা মুহুল দেবনাথ বলেন, প্রতিদিনের এই ভয়াবহ ট্রাফিক জ্যাম অসহ্য। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিকে আটকে ক্লান্ত হয়ে পড়ছি। এর সঙ্গে প্রচণ্ড বায়ুদূষণ। এই সমস্যার সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তবে আশ্চর্যজনকভাবে, এই তালিকায় ভারতীয় রাজধানী দিল্লির স্থান অনেক নিচে। ভারতের তালিকায় দিল্লি ১০ নম্বরে রয়েছে, যেখানে ১০ কিলোমিটার পথ যেতে গড়ে ২৩ মিনিট সময় লাগে।

 

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *