রাত ৯:২৫ | সোমবার | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের ফ্লাইটে বোমা হামলার হুমকি, মাঝপথ থেকেই ফিরলো দেশে

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৫

 

বোমা হামলার হুমকির পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ভারতে ফিরে গেছে। পরে জানা যায়, এই হুমকি ভুয়া ছিল।

এর আগে গত বছরের শেষদিকে ভারতের বিভিন্ন ফ্লাইটে এভাবে বোমা হামলার হুমকি আসতে থাকে। পরে জানা যায় সব হামলাই ভুয়া। তবুও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই হুমকি বন্ধ করতে পারছে না তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভি বলছে, বোয়িং ৭৭৭- এর ওই ফ্লাইটে ৩০৩ জন যাত্রী ছিল। আর ক্রু ছিলেন ১৯ জন। মুম্বাই থেকে উড্ডয়নের পর আজারবাইন যাওয়ার পরে এক ক্রুর কাছে আসে হামলার হুমকি। এ কারণে উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে আসে ভারতেই।

ফিরে এসে আবার মুম্বাইয়ে অবতরণ করে ফ্লাইটটি। ওই সময় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরে কর্তৃপক্ষ জানতে পারে ওই হামলার হুমকি ভুয়া ছিল।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মুম্বাইয়ের স্থানীয় সময় গতকাল দিবাগত রাত ২টায় ফ্লাইটটি উড্ডয়ন করে। এরপর আজ সোমবার বেলা ১০টা ২৫ মিনিটে এটি ফিরে আসতে বাধ্য হয়। এআই-১১৯ নামের ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। এই ফ্লাইট আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় আবার উড্ডয়ন করবে।

এ ঘটনায় এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলছে, নিরাপত্তা হুমকির কারণে মুম্বাইয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। ওই সময় যাত্রীদের থাকা-খাওয়া ও অন্যান্য ব্যবস্থা রাখা হয়। এখন ওই উড়োজাহাজে আরও কিছু জরুরি প্রটোকলের কাজ চলছে।

 

 

সূত্র: এনডিটিভি/ টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *