রাত ৩:০৬ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের কারণেই তোমাদের বেতন হয়– ইংলিশ সাবেকদের উদ্দেশে গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৫

 

খেলোয়াড়ি জীবন শেষ করে এখন ধারাভাষ্যকার হিসেবে দিন পার করছেন দুই সাবেক ইংলিশ ব্যাটার মাইক আথারটন এবং নাসের হুসাইন। দুজনের কণ্ঠ প্রাণ দিয়েছে বহু ক্রিকেট ম্যাচকে। ম্যাচের ধারাবিবরণীর পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও দেখা মেলে দুজনের। আথারটন এবং নাসের দুজনেই এখন ব্যস্ত পাকিস্তানে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।

এরইমাঝে দুজনের অভিযোগ, পাকিস্তানের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে ভারতের জন্য বিশেষ সুবিধা করে দিয়েছে আইসিসি। বিসিসিআই রাজি ছিল না পাকিস্তানের মাটিতে খেলতে। আর আইসিসিও তাদের জন্য রেখেছে বিকল্প। ভারতের ম্যাচ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

নাসের হুসাইন এবং মাইক আথারটনের দাবি, কোনো ভ্রমণক্লান্তি না থাকায় কিংবা একই মাঠে খেলা হওয়ার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। আর তাদের এমন মন্তব্যকে মোটেই ভালোভাবে নেননি ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি সরাসরি বলেই বসেছেন, সমালোচকদের কথায় ভারতের কান দেওয়ার দরকার নেই। বরং ভারত ক্রিকেটকে যা দিয়েছে, তার কারণেই তাদের বেতন হয়।

আথারটন ও নাসেরের কথার সূত্র ধরে গাভাস্কার নিজ মন্তব্যের শুরুতেই ইঙ্গিত করেন ইংল্যান্ড দলের দুরাবস্থার দিকে, ‘সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ। তোমাদের দল যে (সেমিফাইনালে) উঠতে পারল না, সে দিকে নজর দিচ্ছ না কেন? আমি তোমাদের এই প্রশ্নটাই করছি স্যার। ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছ? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে, ছেলেরা ফলাফল নিয়ে মাথাই ঘামাচ্ছে না।’

এরপরেই বৈশ্বিক ক্রিকেটে ভারতের অবদানের কথা মনে করিয়ে দেন, ক্রিকেট জগতে ভারতের অবদানের কথা, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক কোন জায়গায় আছে, সেটা তাদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব থেকে আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার ওপরে তাদের বেতন নির্ভর করে।’

ইন্ডিয়া টুডের সঙ্গে ওই সাক্ষাতে গাভাস্কার আরও বলেন, ‘আমাদের এখন এ সব অগ্রাহ্য করার সময় এসেছে। তারা হা হুতাশ করুক। আমাদের মনোযোগ দেওয়ার আরও ভালো জিনিস আছে।’

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *