সকাল ১১:২৫ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভরা মজলিসে কার্তিককে খোঁচা মেরে একী বললেন নোরা!

বিনোদন ডেস্ক
১২ মার্চ ২০২৫

 

 

২০২৫-সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেতা কার্তিক আরিয়ানের সম্পর্কের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজস্থানের জয়পুরে ৮ ও ৯ মার্চ আয়োজিত এই ইভেন্টে কার্তিক ও করণ জোহর ছিলেন সহ-উপস্থাপক।

একটি মজার মুহূর্তে করণ জোহর অভিনেত্রী নোরা ফাতেহিকে লন্ডনের ‘ফার্স্ট-ক্লাস টিকিট’ দেওয়ার প্রস্তাব দেন। জবাবে নোরা মজা করে বলেন, ‘আমি কি আপনার সঙ্গে যাচ্ছি?’ করণ তখন বলেন, ‘আমি কার্তিকের কথা বলছিলাম’।

এরপর কার্তিক যোগ করেন, ‘তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে না। আমরা টিকিট দেব, তুমি যে কারো সঙ্গে যেতে পারো’।

এ সময় করণ জোহর বলেন, ‘তুমি EaseMyTrip-এর সৌজন্যে যেতে পারো, যদি বলো কার্তিকের জন্য পারফেক্ট ম্যাচ কে হতে পারে। তুমি নিজেকেও একটা অপশন ভাবতে পারো!’

এই কথার পর নোরা সরাসরি খোঁচা দিয়ে বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে কেউ বাকি আছে, যার সঙ্গে তুমি এখনো ডেট করোনি?’

কার্তিক নোরার এই মন্তব্য শুনে লজ্জা পেয়ে যান এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দর্শকদের উচ্ছ্বাস থামেনি।

তাদের সেই মুহূর্তের ভিডিও রেডিটে রীতিমত ভাইরাল হয়েছে। একজন মন্তব্য করেন, ‘এটা আসলে কোনো রোস্ট না, বরং কার্তিকের জন্য একটা ফ্লেক্স। তার পিআরও তাকে প্লেবয় ইমেজেই গড়ে তুলছে’।

আরেকজন লেখেন, ‘এই প্রথম নোরা আর কার্তিককে এক ফ্রেমে দেখলাম, এত গসিপ শুনেও!’

নতুন গুঞ্জনে ঘি ঢাললেন কার্তিকের মা!

এদিকে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিকের মা মালা তিওয়ারিও। এ সময় তাকে জিজ্ঞেস করা হয় যে, তিনি ভবিষ্যতে কেমন পুত্রবধূ চান? জবাবে মালা বলেন, ‘একজন ভালো ডাক্তার’।

এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, কার্তিক হয়তো তার সহ-অভিনেত্রী শ্রীলালার সঙ্গে ডেট করছেন। দক্ষিনী এই লাস্যময়ী অভিনয়ের পাশাপাশি ডাক্তারিও পড়ছেন। অনুরাগ বসুর আসন্ন প্রেমের গল্পের সিনেমায় তারা একসঙ্গেই কাজ করছেন।

ভুলভুলাইয়া তারকা কার্তিকের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন যতই চলুক না কেন, এই মুহূর্তে নোরা ফাতেহির খোঁচার সেই ভিডিওটিই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে! সূত্র: এনডিটিভি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *