দুপুর ১:২৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভক্তদের যেসব আবদার পূরণ করলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪

 

 

সাম্প্রতিক কয়েক বছরে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। রোমান্টিক ও ভদ্র চরিত্রগুলোতেই তাকে বেশি দেখা যায়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার ভক্তদের সঙ্গে ‘আস্ক অর টেল’ নামে এক ভিন্ন খেলায় মেতেছেন সাদিয়া। নেটিজেনরা অনেক মজাও পেয়েছেন।

এই খেলার মাধ্যমে নেটিজেনরা সাদিয়াকে যেকোনো কিছু নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরও দেন অভিনেত্রী। শুধু তাই নয়, সাদিয়ার উদ্দেশে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পূরণ করছেন অভিনেত্রী। সেগুলো নিজের ফেসবুক স্টোরিতে শেয়ারও করছেন তিনি।

সাদিয়ার উদ্দেশে এক ভক্ত লেখেন- ‘আপনার ওয়ালপেপারটি দেখান’। উত্তরে নিজের ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি।

এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, ‘থাইল্যান্ডের সবচেয়ে ভালো জায়গা কোনটা’, উত্তরে সাদিয়া সেই স্থানের ছবি দেখিয়ে ইংরেজিতে লেখেন- ‘আই লাভ ফুকেট অ্যান্ড ভাইবস দেয়ার’।

এক ভক্তের আবদার, ‘আমার জন্য একটি সেলফি নিন এবং সেটি আপলোড করুন’। তিনি তাই করলেন। ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে।

ভক্তদের একজন অভিনেত্রীর লেখা একটি কবিতা পড়তে চেয়েছেন। নিজের লেখা চার লাইনের কবিতাটি তুলে ধরেন তিনি।

এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন, মিডিয়াতে আসাটা তার স্বপ্ন ছিল কিনা। উত্তরে সাদিয়া এক শব্দে লেখেন, ‘নেভার’।

ভক্তদের কেউ কেউ আবার রূপচর্চার পরামর্শও চেয়েছেন অভিনেত্রীর কাছে। তাদের হতাশ করেননি সাদিয়া। আরেক ভক্তের আবদারে গানও শুনিয়েছেন।

এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন, ‘আব্বু-আম্মুর মধ্যে কে বেশি আপনাকে ভালোবাসে, বা আদর করে’- উত্তরে সাদিয়া আয়মান লিখেছেন, ‘দুজনেই, তবে আব্বু আমার প্রতি একটু বেশিই উইক’।

 

টিআই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *