রাত ৪:৪২ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ পদের ৭টিতেই বিএনপিপন্থি আইনজীবীদের পরাজয়

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

৩১ জানুয়ারি ২০২৫

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বড় ধরনের পরাজয় হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এ কে এম কামরুজ্জামান মামুন। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী মফিজুর রহমান বাবুল জয় লাভ করেন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৭টি পদেই তারা পরাজিত হন। মাত্র তিনটি পদে বিজয়ী হতে সক্ষম হন সিনিয়র সহসভাপতি, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও সদস্য (৪ নম্বর) পদে।

সভাপতি পদে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই সদস্যের মধ্যে। ফোরামের প্রার্থী আবদুর রহমানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন জয়ী হন। তিনি ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। ফলে নিজেদের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে জয়ী হওয়ায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী মফিজুর রহমান বাবুল বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ৩৭৬ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন পেয়েছেন মাত্র ১৫৪ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহসভাপতি শামসুল হক লিটন, সহসভাপতি কাজী এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আশরাফুল ইসলাম খান (চমন), যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোহাম্মদ ফরহাদ হোসেন, সম্পাদক (পাঠাগার) জিল্লুর রহমান, সম্পাদক (তথ্য-প্রযুক্তি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তারেক, অডিটর রেজুয়ানুর রহমান রনি, সদস্য জহিরুল ইসলাম, শেখ সাজিদুর রহমান সজিব, শাহ সুলতান রকি ও মোহাম্মদ ইয়াকুব আলী।

এছাড়াও কল্যাণ ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এ এইচ এম মনিরুজ্জামান সুমন এবং মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *