সকাল ৬:৪২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ব্যাঙ্গালুরুতে পার্কের বাইরের ঘটনা : অন্য ধর্মের যুবকের সঙ্গে দেখে বোরকা পরা তরণীকে হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৫

 

অন্য ধর্মের যুবকের সঙ্গে দেখতে পেয়ে ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে এক তরুণীকে হেনস্তা করা হয়েছে। এছাড়া ওই যুবককে মারধরের ঘটনাও ঘটেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১১ এপ্রিল) একটি পার্কের বাইরে স্কুটারে বসা ছিলেন ওই দুজন। তখন তাদের কাছে আসেন কয়েকজন ব্যক্তি ও কিশোর। যারা ওই সময় ক্যামেরা দিয়ে ভিডিও-ও করছিলেন।

ভিডিওতে দেখা গেছে, কমলা রঙের টি-শার্ট পরা যুবক ও বোরকা পরা তরুণী কিছু মানুষের সঙ্গে তর্ক করছেন। যারা তাদের ঘিরে ধরেন তাদের একজন তরুণীকে জিজ্ঞেস করেন, তিনি যে এখানে এসেছেন সেটি তার বাড়ির লোকজন জানে কি না। আরেকজন যুবককে জিজ্ঞেস করেন, তিনি কেন ভিন্ন ধর্মের তরুণীর সঙ্গে পার্কে বেড়াতে এসেছেন। অপর একজন তরুণীকে হুমকি দিয়ে বলেন, “বোরকা পরে যুবকের সঙ্গে পার্কের বাইরে বসে আছেন। আপনার কি লজ্জা নেই।”

স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার গিরিস বলেছেন, “ওই যুগল একটি স্কুটারে বসে ছিলেন যখন পাঁচজন এসে তাদের জেরা করেন। মেয়েটি বোরকা পরা ছিল। আমরা মেয়েটির কাছ থেকে অভিযোগ পেয়েছি যেটিকে আমরা মামলা হিসেবে নিয়েছি। আমরা তদন্ত অব্যাহত রেখেছি।“

পুলিশ অস্বীকার করলেও অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবককে কাঠের গুঁড়ি দিয়ে মারধর করা হচ্ছে।

তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে ১৮ বছরের কম বয়সী এক কিশোরও রয়েছে।

পুলিশ কমিশনার গিরিস বলেছেন, “তারা মূলত ওই তরুণীকে জিজ্ঞেস করেছে সে কেন সেখানে বসে ছিল। আমরা তদন্তে সবকিছু খুঁজে বের করব।”

কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে জানিয়েছেন, তার সরকার এ ধরনের ঘটনা ‘সহ্য’ করবে না। তিনি বলেছেন, “এটি বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়। কর্ণাটক একটি প্রগতিশীল রাষ্ট্র।”

 

সূত্র: এনডিটিভি/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *