রাত ২:৫৬ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ব্যাংকে ভর করে কোনো রকমে বাড়লো সূচক, লেনদেন আরও তলানিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ মার্চ ২০২৫

 

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। এতে পতনের হাত থেকে রক্ষা পেয়েছে মূল্যসূচক। অবশ্য মূল্যসূচক কোনো রকমে বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে ১৮ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটেছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়া এবং কমার তালিকায় সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ায় এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। অবশ্য ডিএসইর মতো এ বাজারেও লেনদেনের পরিমাণ কমেছে।

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। কিন্তু লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম কমার তালিকা বড় হয়। অবশ্য এর মধ্যেও দাম বাড়ার ধারা ধরে রাখে বেশিরভাগ ব্যাংক। ফলে দাম কমার তালিকা বড় হলেও মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৪টির। আর ৯০টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ব্যাংক কোম্পানিগুলোর মধ্যে ১২টির শেয়ার দাম বেড়েছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ২০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২০ কোটি ৩৬ লাখ টাকা। এর মাধ্যমে গত ৯ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো।

এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৬৯ লাখ টাকার। ৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস, লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিক, হাক্কানী পাল্প, আইএফআইসি ব্যাংক, লিন্ডে বাংলাদেশ এবং লিগ্যাসি ফুটওয়ার।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৮ প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৩৭ লাখ টাকা।

 

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *