সকাল ৭:৩৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৪

 

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সহায়তা দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর ব্যানারে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য নাজমুল হাসান, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন, শেকৃবি ছাত্রদলের সভাপতি তাপস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ প্রমুখ। তারা হাসপাতাল ঘুরে ঘুরে আহতদের চিকিৎসার খোঁজ নেন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পুলিশ বাহিনীর মধ্যে যারা দায়ী, অপরাধী- অতি দ্রুত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই মাসুম বাচ্চাদের হত্যা করার জন্য সরকারের মধ্যে থেকে যারা পুলিশ বাহিনীকে মদদ দিয়েছে, তাদেরও অতিদ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, পুলিশকে আন্দোলনে,-বিক্ষোভে শর্টগানের মতো নিষ্ঠুর অস্ত্র নিষিদ্ধ করা- এটিও এই সরকারের দায়িত্ব। কারণ, এই শিশু-কিশোরদের রক্তে রঞ্জিত পথে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে সরকারকে কাজ করতে হবে- জনআকাঙ্ক্ষাকে ধারণ করেই কাজ করতে হবে।

এদিকে, আহত শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় চলতি বছরের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ নামে ৯ সদস্যের নতুন সেল গঠন করে বিএনপি। জানা গেছে, এই সেলের মাধ্যমে সারাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম শুরু হয়েছে।

 

ফা আ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *