রাত ১০:১২ | শুক্রবার | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেশি খারাপ লাগছে না, অন্য সব হারের মতোই : শান্ত

ক্রীড়া প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৫

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ আফ্রিকার দেশটি টেস্ট ম্যাচে জয়হীন ছিল গত ৪ বছর। বাংলাদেশের হিসাবটা সামনে আনলে সেই সময়টা ৭ বছরের। সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি নাজমুল হোসেন শান্ত’র দল। টাইগারদের সামর্থ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে সফরকারীরা সেটি বাস্তব করে দেখিয়েছে।

আজ (বুধবার) শেষ বিকেলে সিলেট টেস্টে হার দিয়ে সিরিজ শুরুর পর বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক। পুরো ম্যাচটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হেরেছি। (জিম্বাবুয়ের কাছে হারায়) অতিরিক্ত বিপর্যস্ত বলব না। কারণ, এটাও একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল। আবার বিপর্যস্ত এই কারণে যে, আমরা ভালো খেলতে পারিনি।’

জিম্বাবুয়ের বিপক্ষে হারে বেশি কষ্ট কি না এমন প্রশ্নে শান্ত’র জবাব, ‘(কষ্ট) বেশি বলব না। যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয়, এর চেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল আমরা। এজন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। ম্যাচ হারলে সাধারণত যেরকম খারাপ লাগে, সেরকমই লাগছে।’

বাংলাদেশ-জিম্বাবুয়ের চলমান সিরিজ সরাসরি দেখাচ্ছে কেবল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই বিষয়েও প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘আমাদের কাজ হলো ধারাবাহিকভাবে পারফর্ম করা, দলকে জেতানো। আমাদের খেলা কে দেখাবে বা দেখাবে না, সেটা নিয়ে বেশি একটা চিন্তা করি না। আমাদের কাজ নিয়মিত ভালো খেলা, যেটা আমরা পারছি না।’

 

শ ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *