সকাল ১১:৩১ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেক্সিমকোর ৩৩০৮৫ শ্রমিকের মজুরি পরিশোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ মার্চ ২০২৫

 

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩৩ হাজার ৮৫ জন শ্রমিকের মজুরি এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে বাকি শ্রমিক ও কর্মচারীদের পাওনাদি পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক বুধবার পর্যন্ত মোট ৩৩ হাজার ৮৫ জন শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ মার্চ মধ্যে সব শ্রমিক/কর্মচারীর পাওনাদি পরিশোধ করা হবে।

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *