সকাল ৭:৪৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা : বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৪

 

আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার বিজিএমইএ ভবনে ‘পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি’ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত, গার্মেন্টস এবং শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনে ১৬৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। যদিও এ আন্দোলনে শ্রমিকদের সংশ্লিষ্টতা ছিল না। বহিরাগতদের হামলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী কারখানার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় গার্মেন্টস চালু সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

 

এর আগে, উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বিজিএমইএ, গার্মেন্টস মালিক, সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করা হয়।

 

আরএইচটি/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *