প্রতিনিধি চুয়াডাঙ্গা
১৭ জানুয়ারি ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এই জাতির মধ্যে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। এখন কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না। এই বীরেরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আমরা রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষ করব।’
আজ শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জায়ামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সম্মেলন থেকে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘যদি মনে করেন কালোটাকা আর পেশিশক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। জনগণ এই সুযোগ আর কাউকে দেবে না।’
রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াত নেতা বলেন, ‘দেশটাকে ভালোবাসো। শপথ নাও চাঁদাবাজি-দখলবাজি করব না, ঘুষ খাবো না, কাউকে ভয়ভীতি দেখাব না, কারো ইজ্জত লুটপাট করব না। নিজেদের মধ্যে যুদ্ধ করব না। পদ-পদবি নিয়ে অনেক সময় আমরা নিজেদের কর্মীদেরও মেরে ফেলি। এগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষ এগুলো দেখতে দেখতে ক্লান্ত-বিরক্ত। এগুলোকে মানুষ এখন ঘৃণা করে। আমরা যারা রাজনীতি করি, তারা কেউই এসব করব না। বিবেকবান জনগণ যাকে পছন্দ ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে। তাহলে যদি দেশে সুশাসন আশা করা যায়। জনগণকে বোকা ভাববেন না। জনগণ যথেষ্ট হুঁশিয়ার। জনগণকে বোকাও ভাববেন না, দুর্বলও মনে করবেন না।’
নারী-পুরুষ সবাই মিলে এই দেশকে গড়বেন উল্লেখ করে শফিকুর রহমান আরও বলেন, ‘যাঁর যেখানে যে যোগ্যতা আছে, সবাই সম্মান ও নিরাপত্তার সঙ্গে তাঁর কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। সব ক্ষেত্রে নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। বিচারের বাণী নিভৃতে কাঁদে—এ কথা আর শুনতে হবে না। বিচার কারও মুখের দিকে তাকিয়ে হবে না। কারও পদ-পদবি দলীয় বিবেচনায় নেওয়া হবে না। এমন দৃষ্টান্ত ইসলামে হাজারো। আমরা সেই যুগটা ফিরে পেতে চাই। যোগ্য মানুষ যোগ্য জায়গাতেই চলে যাবে, সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।’
জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার শুভর বাবা মো. আবু সাঈদ উদ্বোধনী বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (যশোর-কুষ্টিয়া) মো. মোবারক হোসেন বলেন, ‘সামনে যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যদি একটি ইসলামী সমাজব্যবস্থা কায়েম করতে চাই তাহলে আমাদের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যেতে হবে। রাষ্ট্রীয় সংস্কারের জন্য জামায়াত একটি নির্দেশনা দিয়েছে। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর জামায়াতের দেওয়া সেই প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের কাজ অতি দ্রুত সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচনের ঘোষণা করবেন। আমরা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই। আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে এ দেশে সুশাসন সম্ভব।’
এতে আরও বক্তব্য দেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম প্রধান খন্দকার আলী মোহসিন, যশোর জেলা আমির গোলাম রসুল, ঝিনাইদহ জেলা আমির মুহা. আলী আজম, কুষ্টিয়া জেলা আমির আবুল হাসেম ও মেহেরপুর জেলা আমির তাজ উদ্দীন খাঁন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ ও মো. আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম অর্ক ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ।
জামায়াতের আমির এর আগে সকাল ৯টায় স্থানীয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত মহিলা জামায়াত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি দুপুরে টাউন ফুটবল মাঠে জুমার নামাজ পড়ান।
জা ই / এনজি