জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের চার বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ২৭ জানুয়ারি। মেয়াদপূর্তির আগেই বিশ্ব সাঁতার সংস্থা বাংলাদেশ সাঁতার ফেডারেশনকে পরবর্তী কমিটি সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছিল। সাঁতার ফেডারেশন সেই চিঠি সংযুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদকে একটি চিঠি দেয় সম্প্রতি।
সেই চিঠির আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সাঁতার ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ অ্যাডহক কমিটি না হওয়া পর্যন্ত বর্ধিত করেছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি সাঁতার ফেডারেশনের সভাপতির অনুকূলে এই চিঠি প্রদান করেন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী এনএসসি নিজস্ব ক্ষমতাবলে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই নিদের্শনা জারি হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ শীঘ্রই বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করবে। সাঁতার ফেডারেশনের কমিটি প্রস্তাবিত পর্যায়েও রয়েছে। অনুমোদন না হওয়ায় এখনো সেই কমিটি প্রকাশ পায়নি। অন্য দিকে বিশ্ব সাঁতার সংস্থা (ওয়ার্ল্ড একুইটিস যা পূর্বে ফিনা ছিল ) বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কমিটি সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়ায় একটি সংকট তৈরি হয়। জাতীয় ক্রীড়া পরিষদ বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি করায় সেই সংকট সাময়িক দূর হচ্ছে।
ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটির মতো জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থাতেও অ্যাডহক কমিটি প্রদান করছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রথম ধাপে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও নয়টি জেলা ক্রীড়া সংস্থার কমিটি প্রকাশ হয়েছে। এর এক দিন পর আরো চারটি জেলা ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন দেয় এনএসসি।
আজ রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা জেলা ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন হয়েছে। এখন পর্যন্ত ১৯ জেলা ও একটি বিভাগীয় ক্রীড়া সংস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি হয়েছে।
৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব ঘোষণা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসির নির্দেশনায় অনেক ফেডারেশন ইতোমধ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নানা কর্মকান্ড করেছে আবার অনেকে কর্মকান্ড না করলেও পরিকল্পনার বিষয় এনএসসিকে জানিয়েছে। ১৫টি ফেডারেশন/এসোসিয়েশন এখনো এই সংক্রান্ত কোনো কর্মপরিকল্পনা জানায়নি।
জা ই / এনজি