রাত ৮:৩৫ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাপী ৭৯ ভাষায় ১২ লাখ কোরআন বিতরণ করবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫

 

বিশ্বব্যাপী ১২ লাখ কোরআন বিতরণ করবে সৌদি। কোরআন বিতরণের বিষয়টির অনুমোদন দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ৭৯টি ভাষায় অনুবাদকৃত এসব কোরআন ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র, একইসঙ্গে সৌদির বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হবে।

সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে, প্রিন্স সালমানের কোরআন উপহার দেওয়ার পোগ্রামের অংশ এটি। বিতরণের পুরো বিষয়টি কার্যকর করবে সৌদির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়। যেগুলো পাঠানো হবে মোট ৪৫টি দেশে।

সৌদির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী আব্দুলতিফ আল-আশেখ প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রিন্স সালমান বিশ্বের সব মুসলিমদের প্রতি দায়িত্ব পালন অব্যাহত রাখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জানিয়েছেন, এই কোরআনগুলো বিশ্বের সবচেয়ে উন্নত কাগজে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে। বিশেষ করে রমজান মাসে এই কোরআন থেকে মুসল্লিরা উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

কোরআনগুলো নির্দিষ্ট ৪৫টি দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পুরো রমজানজুড়ে সময় অনুযায়ী সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এগুলো পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

সূত্র: আরব নিউজ/ টি আই/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *