সকাল ৭:০৫ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ে নিয়ে যা ভাবছেন অনন্যা

বিনোদন ডেস্ক

৩০ জুলাই ২০২৪

অনন্ত-রাধিকার বিয়েতে নেচেছিলেন অনন্যা পান্ডে। তারপর উঠে আসে প্রশ্ন, তিনি কবে বিয়ে করছেন? নতুন আলোচনার সূত্রপাত হয় সেখান থেকেই। ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার প্রেমের কাহিনি ছড়িয়ে পড়েছে সর্বত্র। এমনকি ঘটনার খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

অনন্ত-রাধিকার বিয়ের একটি ভিডিওতে দেখা গেছে, ‘সিম্বা’সিনেমার ‘আঁখ মারে’ গানে নাচছেন অনন্যা। সেখানে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকেও। তাদের রোমান্টিক দৃষ্টি বিনিময় নজর এড়ায়নি উপস্থিত অতিথিদের। সবাই ধরে নিয়েছেন, তাদের মধ্যে হৃদয় বিনিময়ও হয়ে গেছে। তার মধ্যে নতুন তথ্য দিয়েছেন অনন্যা। এরই মধ্যে বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেন তিনি। জানিয়েছেন কী রকম অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ে করবেন তিনি।

 

বিয়ে নিয়ে যা ভাবছেন অনন্যা

সম্প্রতি এক ভিডিওতে অনন্যাকে বলতে শোনা গেছে, নিজের বিয়েতে তিনটি অনুষ্ঠান করবেন তিনি। কারণ তিনি সবার সঙ্গে বিভিন্ন পর্বে আনন্দ ভাগাভাগি করতে চান। কেউ কেউ মনে করছেন, অনন্ত-রাধিকার বিয়ে যেমন কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়েছে, সেরকম অনন্যাও নিজের বিয়ে জাকজমকপূর্ণ ও স্মরণীয় করতে চান।

‘কল মি বে’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অনন্যা পান্ডে। আট পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, বরুণ সুদ, বিহান সামাত, মুসকান জাফরি, নিহারিকা লিরা দত্ত প্রমুখ। চলতি বছরের ৬ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে আসছে সিরিজটি।

 

এএসএম/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *