বিনোদন ডেস্ক

দিনটা ছিল ২০২২-এর ১৪ এপ্রিল। ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাপুর বাড়ির ছেলের বিয়ে হলো তবে ডেস্টিনেশন ওয়েডিং হল না, কোটি কোটি টাকা খরচও হল না।
নেহাতই ছিমছাম, ছোটখাটো আয়োজনেই কাপুর ও ভাট- দুই পরিবারের উপস্থিতিতে বিয়েটা সম্পন্ন হয়েছিল। তবে বিয়েতে বড় কোনো খরচ না হলেও জুতা চুরির জন্য আলিয়ার বোনেদের নাকি লাখ টাকা দিতে হয়েছিল নতুন ‘জামাইবাবু’ রণবীরকে।
কিছুদিন আগে কপিল শর্মার শোতে এসে এ বিষয়ে মুখ খুলেছিলেন রণবীর কাপুর। যেখানে কপিল রণবীরকে জিজ্ঞেস করেন, আপনি নাকি আলিয়ার বোনেদের জুতা চুরির জন্য কোটি টাকা দিয়েছেন? সেটা কি সত্যি?’
কপিলের প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘না, না এটা সত্যি নয়।’ এরপরই অভিনেতার মা নীতু কাপুর বলেন, ‘আমরা ওদের (আলিয়ার বোনেদের) কিছু নগদ টাকা দিয়েছিলাম।’
রণবীর পাল্টা বলেন, ‘ওরা চেয়েছিল লাখ টাকা তবে আমরা সেটাকে হাজারে নামিয়ে আনি।’ একথা শুনে অর্চণা পূরণ সিং বলেন, ‘টাকার পরিমাণটা তাহলে তো বড্ড কম!’ রণবীর তখন বলেন, ‘আর বিয়েটাও তো নেহাতই বাড়িতে ঘরোয়াভাবেই হয়েছিল।’
নীতু কাপুর আরও বলেন, ‘যখন রণবীর, ঋদ্ধিমা পড়াশোনা করতেন, তখন ঋষিজি তাদের হাতখরচের জন্য আলাদা টাকা দিতেন, যেন ওদের প্রয়োজন হলে, কিছু কিনতে পারে, ওদের কখনও টাকা চাইতে হয়নি।’
প্রসঙ্গত, রণবীর কাপুরকে আগামীতে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যাবে, এছাড়াও সঞ্জয়লীলা বনশালির ছবিতে দেখা যাবে কাপুর পুত্রকে।
এনএইচিএনজি