ক্রীড়া প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৫
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে বাদার্স ইউনিয়ন ৯ ম্যাচ খেললেও দলের অন্যতম অভিজ্ঞ তারকা অলক কাপালি খেলেছেন ৭টিতে। এর মধ্যে প্রথম ৬ ইনিংসের একটি (৯*) বাদ দিয়ে বাকি সবগুলোতেই (১৯, ৩০, ৩৩, ৩১, ১৯*) ব্যাট হাতে দুই অংক ছুঁয়েছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। পাননি কোনো ফিফটিও।
অবশেষে আজ সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে মৌসুমের প্রথম ফিফটির দেখা পেলেন অলক কাপালি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তার লড়াকু ফিফটি কোনো কাজে আসেনি। ইমরুল কায়েসের দল অগ্রণী ব্যাংকের কাছে ৪ উইকেটে হেরে গেছে অলকের দল বাদার্স।
আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৮ রান করে বাদার্স। জবাবে দলগত পারফরম্যান্সে ৪৮.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় অগ্রণী ব্যাংক।
৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাদার্সের হয়ে ৫৮ বলে ৫৭ রান করেন অলক কাপালি। এছাড়া মিজানুর রহমান ৪৪, সোহাগ গাজী ৩৪, আইচ মোল্লা ৩৩ ও বিশাল চৌধুরী ২১ রান করেন।
অগ্রণী ব্যাংকের হয়ে হার না মানা ৩৫ বলে ৪৫ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন শুভাগত হোম। এছাড়া ওপেনার সাদমান ইসলাম ৫৬ বলে ৪৪, মার্শাল আইয়ুব ৫৯ বলে ৪১ ও অমিত হাসান ৪০ বলে ২১ রান করেন।
বল হাতে অগ্রণী ব্যাংকের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন তাইবুর রহমান। বাদার্সের জায়েদ উল্লাহ নেন ২ উইকেট।
জ উ / এনজি