রাত ৩:১০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিজিএমইএর পর্ষদ বাতিল, প্রশাসক বসাল সরকার

নিজস্ব প্রতিবেদন
২০ অক্টোবর ২০২৪

 

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে সরকার। তার বদলে রপ্তানিকারকদের শীর্ষ এই সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা রোববার এক অফিস আদেশে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বেশ কিছু বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় সরকার। রাজনৈতিক পটপরিবর্তনের আগে বিজিএমইএর সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি। ক্ষমতার পালাবদলের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরপর সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *