সন্ধ্যা ৭:১৭ | শনিবার | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিচার-সংস্কার ছাড়া নির্বাচন ক্ষমতার পালা বদলের নির্বাচন হবে: জামায়াত

এনজি প্রতিবেদন
২৫ এপ্রিল ২০২৫

 

গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালা বদলের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (২৫ এপ্রিল) জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানা আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পূর্বক এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীন দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছে। কারণ, বিগত সময়ে স্বাধীন দেশের প্রতিটি মানুষকে পরাধীনতার শিকলে বন্দি করে রাখা হয়েছিল। মানুষ পরাধীনতার শিকল ভেঙে ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় স্বাধীনতার চেতনা ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে।

জামায়াতের এই নেতা বলেন, জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক জাতীয় নির্বাচন দিতে হবে।

ইসলামের আদর্শিক সৌর্ন্দয্য প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে জামায়াতে ইসলামী কাজ করছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী সমাজের প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার লক্ষ্যে গণসংযোগ অভিযান শুরু করেছে। ইসলামের শিক্ষা, ইসলামী সমাজের সুফল, ইসলামী সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বাধীনতাসহ ইসলামের সামগ্রিক বিষয় সমাজের প্রতিটি মানুষের সামনে তুলে ধরছে জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় মন্তব্য করে তিনি বলেন, যেখানে মানুষে-মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সব মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সব মানুষের মৌলিক সব অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।

তাই নতুন বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানা আমির এসএম মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এবং খিলগাঁও জোনের পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম।

মহানগরীর মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযানে ২১টি উন্মুক্ত বুথে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যম জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় জোনের সব থানা এবং ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *