রাত ২:৫৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিক্রি হয়ে গেল বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক দ্য অবজারভার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪

 

বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি হয়ে গেছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের মালিক প্রতিষ্ঠান দ্য স্কট ট্রাস্ট বিশ্বের প্রাচীন এই সাপ্তাহিক পত্রিকাটির বিক্রির তথ্য নিশ্চিত করেছে। দ্য স্কট ট্রাস্টের মালিকানাতেই প্রকাশিত হয় দ্য অবজারভার।

১৭৯১ সাল থেকে শুরু করে গত ২৩৩ বছর ধরে প্রত্যেক রোববার নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এই সাপ্তাহিক। বুধবার ব্রিটেনের গার্ডিয়ান মিডিয়া গ্রুপের (জিএমজি) মালিক দ্য স্কট ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, প্রতি রোববার প্রকাশিত বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি করে দেওয়া হয়েছে।

দেশটির আরেক গণমাধ্যম প্রতিষ্ঠান টরটাইজ মিডিয়া দ্য অবজারভারকে কিনে নিয়েছে। তবে কত টাকায় বিশ্বের প্রাচীন এই সাপ্তাহিক বিক্রি হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

১৭৯১ সালে দ্য অবজারভারের যাত্রা শুরু হওয়ার পর সাপ্তাহিক এই পত্রিকাটি ১৯৯৩ সালে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের অংশ হয়। ব্রিটিশ গণমাধ্যমের ইতিহাসে উদারপন্থী মূল্যবোধ ধারণ করে গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। দ্য অবজারভারকে কিনে নেওয়ার পর টরটাইজ মিডিয়া বলেছে, তারা সাপ্তাহিক এই পত্রিকার ঐতিহাসিক মূল্যবোধের প্রতি সম্মান জানাবে।

যুক্তরাজ্যের সংবাদপত্র লন্ডন টাইমসের সাবেক সম্পাদক ও বিবিসির সাবেক সংবাদ পরিচালক জেমস হার্ডিং ও লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যাথিউ বারজুন ২০১৯ সালে যৌথভাবে গণমাধ্যম কোম্পানি টরটাইজ মিডিয়া চালু করেন।

জেমস হার্ডিং বলেছেন, সাংবাদিকতার জগতে দ্য অবজারভারের একটি ঐতিহাসিক স্থান রয়েছে। পাঠকদের হৃদয়েও এর বিশেষ স্থান আছে। আমরা আগামী বহু বছরে এই পত্রিকার মূল্যবোধ, আগ্রহ এবং আবেগকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার জন্য বেশ উত্তেজিত।

চুক্তির অংশ হিসেবে, গার্ডিয়ান মিডিয়া গ্রুপের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি বাণিজ্যিক চুক্তিতে রাজি হয়েছে টরটাইজ। তারা পত্রিকাটির মুদ্রণ ও বিতরণ—উভয় পরিষেবার পাশাপাশি গার্ডিয়ানের মাধ্যমে বিপণনের জন্যও অর্থ দেবে।

মার্কিন বার্তা সংস্থা এপি বলেছে, চুক্তি অনুযায়ী টরটাইজ মিডিয়ার ৯ শতাংশ শেয়ার পাবে দ্য স্কট ট্রাস্ট। আড়াই কোটি পাউন্ড বিনিয়োগের অংশ হিসাবে টরটাইজ মিডিয়াকে ৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দ্য স্কট ট্রাস্ট। এই অর্থের বেশিরভাগই দ্য অবজারভারের নিজস্ব ডিজিটাল সংস্করণ প্রতিষ্ঠায় ব্যয় করা হবে।

তবে কত টাকায় দ্য অবজারভার বিক্রি হয়েছে কিংবা টরটাইজের কাছ থেকে পাওয়া অর্থই দ্য স্কট ট্রাস্ট বিনিয়োগ করছে কি না, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে দ্য অবজারভারের অনলাইন উপস্থিতি দ্য গার্ডিয়ানের তুলনায় অনেক কম।

টরটাইজ মিডিয়া বলেছে, তাদের মালিকানায় দ্য অবজারভারের প্রথম সংস্করণ বসন্ত মৌসুমে প্রকাশিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাপ্তাহিক পত্রিকাটি কেনার পর গত ১০০ বছরের ইতিহাসে অবজারভারের প্রথম প্রিন্ট সম্পাদক হিসেবে লাকি রককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বে থাকবে রক হার্ডিং।

ব্রিটেনের প্রাচীন সাপ্তাহিক পত্রিকাটি বিক্রির বিরোধিতা করেছে গার্ডিয়ান মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিকরা। চলতি মাসের শুরুর দিকে দ্য অবজারভার বিক্রির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতিও পালন করেন তারা।

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *