রাত ৪:৫৩ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিওএ’র নতুন মহাপরিচালক শেফাউল কবীর

বিশেষ সংবাদদাতা

০৪ মার্চ ২০২৫

 

 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারলে এ বি এম শেফাউল কবীর (অব.)। দেশের ক্রীড়ার অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানে ১ মার্চ ২০২৫ থেকে নিয়োগ পেয়েছেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর (অব.) হলেন বিওএ’র চতুর্থ মহাপরিচালক। তিনি বিগ্রেডিয়ার জেনারেল এম সামছ এ খানের (অব.) স্থলাষিভিক্ত হয়েছেন।

নতুন মহাপারিচালকের দায়িত্ব গ্রহণের কথা এরই মধ্যে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। মহাপরিচালকের মাধ্যমে বিওএ’র প্রশাসনিক কার্যক্রমগুলো হয়ে থাকে। বিওএ’র নির্বাহী কমিটি আছে। যে কমিটির সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বিওএ’র মহাপরিচালক পদ সৃষ্টি হয় ২০১১ সালে। প্রথম মহাপরিচালক ছিলেন কর্ণেল ওয়ালী উল্লাহ (অব.)। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দ্বিতীয় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.)। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এ বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব.)।

 

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *