ভোর ৫:১২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি মহাসচিবের সাথে বিজেএমইএ’র প্রতিনিধির সাক্ষাৎ : শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টম্বর ২০২৪

 

পোষাক শিল্পের অস্থিরতার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বিজেএমইএ‘র একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

বিজেএমই্এ‘র সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহসভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম, আফসার হোসেন।

বিজেএমইএ‘র সাবেক সভাপতিদের মধ্যে ছিলেল এসএম ফজুলল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস এবং বিজেএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমূখ।

বৈঠকে বিজেএমই্এ‘র নেতৃবৃন্দেরা পোষাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিবের কাছে।
মহাসচিব বিজেএমই‘এর প্রতিনিধিদলকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোষাক শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতৃবৃন্দকে যেসব নির্দেশনা দিয়েছে তা তাদেরকে জানান। পোষাক শিল্প হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। একে যেকোনোভাবে সচল রাখতে হবে। এর সাথে একটা বিশাল গোষ্ঠির কর্মসংস্থান জড়িত উল্লেখ করে বিএনপি মহাসচিব পাশে থাকার আশ্বাস দেন।

পোষাক শিল্পের মালিকরা ‘গোষ্ঠি বিশেষ পোষাক শিল্পের অস্থিরতা সৃষ্টি করছে’ অভিযোগ করে এই ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতার কামনা করেন।

বিজিএমইএ নেতারা এ সময় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে গার্মেন্টস শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দলের সিদ্ধান্ত মোতাবেক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতারা এবং দলের সব স্তরের নেতাকর্মী সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন।

 

জা ই / এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *