নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২২৪
বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক অনুষ্ঠিত। আজ ২৮ আগষ্ট (বুধবার) বাদ মাগরিব গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান -এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যরা হলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মাহবুবুর রহমান খালেদ, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সভায় ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বতী সরকার, রাজনৈতিক ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
জা ই / এনজি