নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে।
সাক্ষাতে রাষ্ট্রদূতের সাথে ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল।
মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকে পর আমীর খসরু বলেন, ‘‘ নেপালের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
‘‘ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নেপালে সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই… মানবাধিকার, সুশাসন, দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ক এর প্রতিফলন আমরা আগামীদিনগুলোতে দেখতে চাই।”
তিনি বলেন, ‘‘ দক্ষিন এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক নিয়ে আলোচনা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিলো সার্ক নিয়ে… সেই সার্ককে সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূত তারাও সেটা মনে করছে যে, সম্ভাবনা ছিলো দক্ষিন এশিয়ার… সার্ককের মাধ্যমে যে স্বপ্ন ছিলো সেটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি।”
‘‘ সেই কাজটা আমরা করতে যাবো নেপালের পক্ষ থেকে সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়া…. দক্ষিন এশিয়ার উন্নয়নের জন্য, জনগনের সাথে জনগনের উন্নয়নের জন্য্, অর্থনৈতিক উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য যে একে অপরকে সহযোগিতা করার যে সুযোগ আছে, সম্ভাবনা আছে সেটা করার যে সুযোগ আছে সবাই মিলে আমরা সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করব এটা নিয়ে আলোচনা হয়েছে।”
নেপালের হাইড্রোইলেক্টিক বিদ্যুৎ বাংলাদেশে কিভাবে আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।
জা ই / এনজি