রাত ১:৪৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৪

 

 

বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটির আয়োজন করা হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলটির কয়েকজন নেতা অংশ নিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, প্রধান সংগঠক আবদুল হান্নান মাসুদ বৈঠকে অংশ নিয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির মধ্যে থেকে উপস্থিত আছেন আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন।

এই বৈঠকে মূলত রাষ্ট্রপতির পদত্যাগ ও রাষ্ট্র সংস্কার, নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনায় থাকবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। এই বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে সমঝোতা বা উভয় পক্ষের অবস্থান পরিস্কার হবে বলে জানা গেছে।

 

জা ই / এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *