সকাল ৭:৩৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তারা আ’লীগের লোক : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টম্বর ২০২৪

 

বিএনপির নামে এখন যারা চাঁদাবাজি করছে তারা আওয়ামী লীগের লোকজন বলে দাবি করেছেন বেগম সেলিমা রহমান। আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বলেন।

তিনি বলেন, আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে। নতুন প্রজন্মকে আবারো বলছি, আপনারাই এদেশের ভবিষ্যৎ, আপনরাই এদেশ শাসন করবেনৃআপনারা সততার সাথে সংঘদ্ধ হোন। এখনো বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপি নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন। আপনারা সাবধান এখন নতুন কোনো কাউকে দলে ঢুকাবেন না।
বিএনপির নীতিনির্ধারক এই সদস্য বলেন, ঢুকাবেন না পরিচয় না দিলে। কারণ এরা(আওয়ামী লীগ) এখন ঢুকার চেষ্টা করছে, বিভিন্ন জায়গা এরা ঢুকছে।

যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর ঐক্য আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে সেলিমা রহমান বলেন, সেই যুগপত আন্দোলনে উনারাও সঙ্গে ছিলেন, উনারাও আন্দোলন করেছেন। আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকার। আামাদের এক থাকতে হবে।

জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে জিয়া প্রজন্মের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্য্যদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার বিপ্লবের শিক্ষার্থী ও নতুন প্রজন্মের মানুষের প্রাণ বিসর্জনে শ্রদ্ধা নিবেদন করে সেলিমা রহমান বলেন, নতুন প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারেন নাই। কোনো নির্বাচিত প্রতিনিধি জনগন নির্বাচিত করতে পারে নাই। বিনা ভোটে একটা অবৈধ সরকার বার বার ক্ষমতায় এসে এদেশের জনগনের পেটে লাথি মেরে তাদের ওপর স্টিমরোলার, অত্যাচার চালিয়ে বার বার ক্ষমতা দখলে রেখেছে। ।

শেখ হাসিনা ক্ষমতায় থেকে যা-ইচ্ছা তাই করেছেন। শেষ মুহুর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র-জনতা করে সেই আন্দোলনে উনি গণহত্যার মতো নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেন। সেই একটা চিত্র যেখানে এক পুলিশ অফিসার গুলি করে মেরে লাশগুলোকে আগুন দিয়ে পুঁড়িয়ে ফেলেছে। কি নির্মম, কি নিষ্ঠুর কাজ। এখানে আজকে বসে আছেন, ওই সময়ে এসে বললো গেইট খোল, তখন মহিলাটি বললো, আমি গেইট খুলতে পারবো না। তখন গুলি করে তাকে মেরে ফেলা হলো। এই হচ্ছে স্বৈরশাসকের শাসনের ইতিহাস।

তিনি বলেন, আমাদের আন্দোলন চলছে। কারণ এখনো স্বৈরাচাররা চুপচাপ নেই। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ ঘেরাও কর্মসূচি।ৃ এরমধ্যে অনেকে আছে অতীতে আওয়ামী লীগ করতো, তাদের উস্কানিতে, দুর্বত্ত যারা তাদের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে এখনো তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে।
সেলিমা রহমান বলেন, আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে। ভারত বিভিন্নভাবে এখন অত্যাচার চালাচ্ছে। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে যে বন্যা হয়ে গেলো হঠাৎ করে ত্রিপুরায় ডম্বুর বাঁধের গেইট খুলে দেয়ার ফলে হয়েছে। এই যে বিভিন্ন তারা বিভিন্নভাবে ছল-চাতুরি করে ষড়যন্ত্র করছে সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জিয়া প্রজন্মের সভানেত্রী অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নি‘র সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমীন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান মামুন, জিয়া প্রজন্মের জাহাঙ্গীর আালম ভুঁইয়া, সারোয়ার হোসেন রুবেল প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *