রাত ৪:৪৮ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
১২ মার্চ ২০২৫

 

রাজশাহীর তানোর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত বিএনপি নেতা গানিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত গানিউল ইসলাম তানোর উপজেলার মোহনপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি তানোর উপজেলার পাচন্দ ইউনিয়ন বিএনপির সদস্য।

নিহত গানিউল ইসলামের ভাতিজির জামাই লুৎফর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃঞ্চপুর মোড়ে ইফতার মাহফিলের আগমুহূর্তে খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিন ও বিএনপি নেতা মজিবুলের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হন। এদের মধ্যে গানিউলকে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেল পৌনে ৩টার দিকে আইসিইউতে তিনি মারা যান।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালে গানিউল ইসলামের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *