ভোর ৫:২৮ | সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাম নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৫

 

 

সিপিবিসহ বাম নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার বিকেলে বনানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। আপাতত আলাপ-আলোচনার পর্যায়ে আছে। সূত্র জানায়, ডিসেম্বরের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে বিএনপি বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এরই অংশ হিসেবে এই বৈঠব অনুষ্ঠিত হয়।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *