বিকাল ৪:৪৬ | মঙ্গলবার | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাবা-মা হচ্ছেন পরমব্রত-পিয়া

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৫

 

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিশ্ব ভালোবাসা দিবসের পরের দিনই সবাইকে দিলেন সুখবর। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন প্রথমবারের মতো বাবা-মা হচ্ছেন তিনি ও পিয়া চক্রবর্তী। পরমব্রত নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী পিয়ার একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টেই পিয়া বুঝিয়ে দেন ঘরে আসছে নতুন অতিথি।

পিয়া তার পোস্টে চারটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে তিনি ও পরমব্রত। দ্বিতীয় ছবিতে পোষ্য নীনা, তৃতীয় ছবিতে বিড়াল (বাঘা) এবং সবশেষ ছবিতে বেবি অন দ্য ওয়ে লেখা একটি কার্ড শেয়ার করেন।

এরপর ক্যাপশনে লিখেছেন, ‘ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন খানিক দেরিতেই করছি। আমরা যে কারণে ব্যস্ত ছিলাম, ১. নিজেদের নিয়ে, ২. আমাদের পোষ্য নীনাকে নিয়ে, ৩. গত বছর এসেছে বাঘা (বিড়াল), ৪. ভাবী সন্তানের অপেক্ষায়।’

পিয়া জানিয়েছেন, ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে এই দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।

২০২৩ সালের ২৭ নভেম্বর আইনিভাবে বিয়ে সারেন পরম-পিয়া। তাদের সংসার যাপন প্রায় দেড় বছরের। দুজনেরই পোষ্যপ্রেম ভীষণরকম। সব সময় বলেন, তাদের দুই পোষ্য সারমেয় নীনা ও বিড়াল বাঘা তাদের পরিবারের সদস্য। এবার সদস্য সংখ্যা বাড়তে চলেছে। পিয়ার গর্ভে বেড়ে উঠছে নতুন প্রাণ। নতুন জীবনের অপেক্ষায় পরমব্রত-পিয়া।

 

ফা আ / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *