রাত ৮:৩৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাড়ল সোনা ও রুপার মুদ্রার দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৫

 

 

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ ৩৫ হাজার টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। যা এতোদিন ছিল এক লাখ ২৫ হাজার টাকা।

একইসঙ্গে রুপার মুদ্রার দাম ১০০০ টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোরর দাম বাড়ার কার‌ণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ দাম ১৬ ফেব্রুয়ারি (সোমবার) থেকে কার্যকর হবে।

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রি হ‌বে ১ লাখ ৩৫ হাজার হাজার টাকায়।

এছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রুপার মুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৭ হাজার টাকা করা হ‌য়ে‌ছে।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *