রাত ১১:২৫ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাগানে পাওয়া ভাঙা ফুলদানি বিক্রি হলো ৮০ লাখ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫

যুক্তরাজ্যের একটি বাগানে বহুদিন ধরে পড়ে থাকা একটি ভাঙা ফুলদানি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। মাত্র ৪ ফুট লম্বা এই পাথরের তৈরি ফুলদানিটি বিক্রি হয়েছে ৭৯ লাখ ৬২ হাজার ৩৩০ লাখ টাকারও (প্রায় ৬৬ হাজার ডলার) বেশি দামে। ভাঙা এই ফুলদানিটি মূলত একসময়ের হারিয়ে যাওয়া আধুনিক এক শিল্পীর মাস্টারপিস হিসেবে চিহ্নিত হয়েছে।

জানা গেছে, এই ফুলদানিটি তৈরি করেছিলেন বিখ্যাত জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী হ্যান্স কপার, যিনি ১৯৩৯ সালে নাৎসি জার্মানি থেকে যুক্তরাজ্যে পালিয়ে এসেছিলেন। তিনি ১৯৬৪ সালে লন্ডনের ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টসে পড়ানোর সময় এই ফুলদানিটি তৈরি করেছিলেন।

লন্ডনের চিজউইক অকশন হাউজ শুরুতে এই ভাঙা ফুলদানিটির দাম সাড়ে ৬ থেকে ১১ লাখ টাকার মধ্যে হবে বলে ধারণা করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও একজন স্থানীয় নারীর মধ্যে তীব্র বিডিং যুদ্ধের পর শেষ পর্যন্ত এক মার্কিন বিডার সেটি জিতে নেন।

চিজউইকের ডিজাইন বিভাগের প্রধান ম্যাক্সিন উইনিং বলেন, সবার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভাঙা এই ফুলদানিটি এত দামে বিক্রি হবে কল্পনাও করেননি বিক্রেতা। তিনি আনন্দে উচ্ছ্বসিত। এটি প্রমাণ করে হ্যান্স কপারের শিল্পকর্ম কতটা সংগ্রহযোগ্য ও মূল্যবান।

ইতিহাস ও মূল্যায়ন

ফুলদানিটি ১৯৬৪ সালে এক অজ্ঞাতপরিচয় নারী ক্লায়েন্টের অনুরোধে তৈরি করেছিলেন কপার। দীর্ঘদিন ধরে সেই মালিক এটিকে নিজের সংগ্রহে রেখে দিয়েছিলেন। পরে দুর্ঘটনাবশত এটি ভেঙে গেলে তিনি সেটিকে জোড়া লাগিয়ে লন্ডনের বাড়ির পেছনের বাগানে ফুলদানি হিসেবে রাখেন।

মালিকের মৃত্যুর পর, তার নাতি-নাতনিরা বাড়িটি উত্তরাধিকারসূত্রে পেয়ে ফুলদানিটিকে মূল্যবান মনে করে চিজউইক অকশন হাউজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। চিজউইকের সিরামিক বিশেষজ্ঞ জো লয়েড পরিদর্শন করে দেখেন, ফুলদানিটির নিচে হ্যান্স কপারের নিজস্ব সিল রয়ে গেছে, যদিও এটি পূর্বে মেরামত করা হয়েছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কপারের বেশিরভাগ কাজ ১০ থেকে ৪০ সেন্টিমিটার উচ্চতার হলেও এই ফুলদানিটি তার সবচেয়ে বড় কাজের একটি। তবে এটিকে পুরোপুরি মেরামত করতে প্রায় ৯ লাখ টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *