রাত ১১:২৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫

 

মেহের আফরোজ শাওন

বাজার করতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। তার পায়ের ওপর দিয়ে চলে গেছে ব্যাটারিচালিত অটোরিকশার চাকা, যাকে রসিকতা করে শাওন বলছেন ‘বাংলার টেসলা’। ঘটনায় তার পায়ের পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে।

ব্যান্ডেজে মোড়া আহত পায়ের ছবি প্রকাশ করে ঘটনার বর্ণনা দিয়েছেন শাওন। লিখেছেন, ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ। বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময়, দুপুর ১টা ৫৫ … নিউমার্কেটের ভিতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসুল্লীদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা।

ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’খ্যাত এক ইঞ্জিনচালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে “আআআপুউউউ … সরেএএএন!” বলে ডাক দেয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রী ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে গেল।

‘টেসলা’র চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।
ওই পোস্টে শাওন জানিয়েছেন, তার পা ভাঙেনি। তবে পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।

শাওনই প্রথম নন, এর আগেও ব্যাটারিচালিত রিকশায় ছোট-বড় দুর্ঘটনার খবর শোনা গেছে। গত বছরের ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

পরে ২৩ নভেম্বর ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেছে রিকশা, ব্যাটারিরিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। সেদিন থেকে সাত দিনের মধ্যে হাইকোর্টের রায় পুনর্বিবেচনা না করলে ৩০ নভেম্বর কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছিলেন সংগঠনটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।

ওই বিক্ষোভের পর ২৫ নভেম্বর জানা যায়, ঢাকা মহানগরের সড়কে ব্যাটারিচালিত রিকশা আপাতত চলতে পারবে। বন্ধ বা চলাচলে বিধিনিষেধ আরোপ করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, সেই বিষয়বস্তুর ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি এই সময়ের মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করারও নির্দেশ দেওয়া হয়েছিল।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *