সকাল ১১:৩৬ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মেডিকেল স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৫

 

 

বাংলাদেশ মেডিকেল স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ উঠেছে।  আজ ১৫ মার্চ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন ওই প্রতিষ্ঠানের চিকিৎসকরা।

সাংবাদিক সম্মেলনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আধুনিক মেডিকেল সাবেক সভাপতি ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, বাংলাদেশ মেডিকেল স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট একটি ট্রাস্ট। এর অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালিত হয়। জুলাই আন্দোলনের আগে ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গ্রেপ্তার হন। পরে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে নিয়মবহির্ভূতভাবে ওই পদে বাসানো হয়েছে। একইভাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান পদে অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলনের নিয়োগ দেওয়া হয়েছে। এই দুইজনের নিয়োগে বাধা দেওয়ায় মেডিকেল অফিসার তানভীর মাহমুদ তৌহিদকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া ডা. জাহিদ হোসেন, ডা. হারুণ আল রশিদ ও ডা. রোকনুজ্জামান রুবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এসব আদেশ প্রত্যাহার চাই। যোগ্য মানুষকে যোগ্য জায়গাতে বসানো হোক।

এদিকে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় ওই হাসপাতালের মেডিকেল অফিসার তানভীর মাহমুদ তৌহিদকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। পৃথক আদেশে চারজন মেডিকেল অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব চিকিৎসকের অভিযোগ, শুধুমাত্র মেডিকেল কলেজ দখল নিতে উদ্দেশ্যমূলকভাবে এমন হয়রানি করা হচ্ছে

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *