রাত ১২:৩৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী : ‘আমার নাম শেহবাজ শরীফ থাকবে না’

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছাতে না পারলে ‘আমার নাম শেহবাজ শরীফ থাকবে না’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি।

শেহবাজ বলেন, “পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করব। আল্লাহ সবসময় পাকিস্তানকে রহমত দান করেন।” একটু থেমে হঠাৎ করে তিনি বলেন, “আমার নাম শেহবাজ শরীফ থাকবে না, যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে।”

শেহবাজ শরীফ যখন জনসভায় কথা বলছিলেন তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল। তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন, বেশ জোরে জোরে হাত ঝাকাচ্ছিলেন।

ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়ে কথা বলেন শেহবাজ। তিনি জানান, তারা দুই ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন যেন, তাদের দেশ উন্নত হতে পারে। তিনি বলেন, “আমি নওয়াজ শরীফের ভক্ত এবং অনুসারী। আজ আমি তার নামে শপথ করছি, যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে, আমরা কাজ করব, আমরা একসঙ্গে কাজ করব পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে এবং ভারতকে হারাতে।”

তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নিচে বেশিরভাগ মানুষকেই সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই বলেন, শেহবাজ বড় বড় প্রতিশ্রতি দেন, কিন্তু কাজ করেন না।

২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আস্থাভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেহবাজ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসেন তিনি।

 

 

সূত্র: এনডিটিভি/ জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *