সকাল ৭:৪১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৪

 

সরকারের আশায় বসে না থেকে বন্যার্ত অহসায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর এ আহ্বান জানান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম।

বুধবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ আহ্বান জানানো হয়।

জিএম সাহাবুদ্দিন আজম বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যা কবলিত এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সর্বস্তরের নেতা কর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, গত ৫ আগস্ট যে সরকার গঠিত হয়েছে। এই সরকার সম্পূর্ণ অদক্ষ এবং অযোগ্য। তারা কি করবে তার জন্য বসে না থেকে আপনারা বন্যার্তদের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আত্মমানবতার পাশে ছিল। আত্মমানবতার সেবায় থাকবে। সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো।

টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার্তরা নিজেদেরকে উদ্ধারের আকুতি জানিয়েছেন।

 

এমএসআই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *