আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া নীল চোখের বিখ্যাত সেই চা ওয়ালা পড়েছেন বিপদে। আরশাদ খান নামে এ যুবক পাকিস্তানি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হলেও; পাকিস্তান তাকে তাদের নাগরিক হিসেবে মানতে চাইছে না। ইতিমধ্যে ভাইরাল এ ‘চা ওয়ালার’ জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। এগুলো ফিরে পেতে তিনি আদালতের দারস্থ হয়েছেন। এসব বিষয় নিয়ে তিনি ব্যাপক আইনি জটিলতায় পড়েছেন।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তারা বলেছে, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দ করার বিরুদ্ধে তিনি যে পিটিশন দায়ের করেছিলেন; গত বুধবার হাইকোর্টের রাওয়ালপিণ্ডি বেঞ্চে এটির শুনানি হয়।
ওইদিনের শুনানিতে পাকিস্তানের সহযোগী অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি এবং পাকিস্তানের জাতীয় ডাটাবেজ এবং রেজিস্ট্রেশন অথরিটি আদালতের কাছে লিখিত রিপোর্ট প্রদান করে।
এতে তারা জানায়, দেশের বড় দুটি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ইন্টিলিজেন্স ব্যুরো (আইবি) আরশাদ খানকে নিয়ে বিস্তারিত তদন্ত করেছে। উভয় সংস্থা জানিয়েছে, আরশাদ খান আফগান নাগরিক। তার জন্ম ও বেড়ে ওঠা আফগানিস্তানেই এবং পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার তার কোনো বৈধ সম্পর্ক নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরশাদ খানকে নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য তার জন্ম, বাসস্থান এবং ১৯৭৮ সালের আগে পাকিস্তানে থাকা সম্পদের তথ্য দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি এর কিছুই দিতে পারেননি। এরফলে তাকে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।
আরশাদ খানের আইনজীবী এ দুটি সংস্থার তদন্ত প্রতিবেদন পেতে আদালতের কাছে অনুরোধ জানান। যা তাদের দেওয়া হয়। ওই সময় আদালত জানান ২২ এপ্রিল এ নিয়ে চূড়ান্ত শুনানি হবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন / এনজি