সকাল ১০:২৬ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত

বিনোদন ডেস্ক
০৮ মার্চ ২০২৫

 

 

পৃথিবীজুড়ে নারী ও পুরুষ শিল্পীদের পারিশ্রমিক-বৈষম্য নিয়ে কথা হচ্ছে। নারী দিবসে এ নিয়ে কথা বললেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। তিনি মনে করেন, ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত।

নওশাবা বলেন, ‘এসব নিয়ে কথা হচ্ছে হলিউডে, বলিউডে। সেগুলো আমরা পড়ছি। আমাদের দেশে জানতেই দেওয়া হয় না কে কত টাকা পেমেন্ট পাচ্ছে। পেমেন্টের মধ্য বিশাল ফারাক। এখানে বলা হয় – বাংলাদেশে সিনেমা মানেই নায়ককে কেন্দ্র করে ছবি। নায়কের বেশি কাজ থাকে। এই কারণে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এখন তো সিনেমা বদলে গেছে। তবু আমাদের দেশে নারীকে কেন্দ্র করে সে রকম সিনেমা দেখি না। পারিশ্রমিকেও এত পার্থক্য হওয়ার কারণ বুঝি না। একই তো জিনিস, অভিনয়। তাহলে পারিশ্রমিকে এত বৈষম্য থাকবে কেন?’

বলা হয়ে থাকে, নায়ক বা নায়িকার ফেসভ্যালুর ওপর তাদের পারিশ্রমিক নির্ভর করে। নারী দিবসে সে প্রসঙ্গেও কথা বলেন কাজী নওশাবা। তিনি বলেন, ‘একটা কথা শোনা যায় – ‘ফেসভ্যালু’। আমার মনে হয় ফেসভ্যালু নয় আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত। ধরা যাক, একটা সিনেমায় তো ভিলেন থাকেন। তার কারণেই কিন্তু নায়ককে ‘নায়ক’ মনে হয়। একটা ভিলেন না থাকলে তো নায়কের কিছু করার থাকে না। অথচ আপনি নায়ককেই বেশি টাকা পারিশ্রমিক দিচ্ছেন। সিনেমা একটা বড় প্ল্যাটফর্ম।

ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত

একজনকে কেন্দ্র করে সিনেমা তৈরি হয় না। পৃথিবীর কোথাও হয় না। আমাদের এখানে সেই সমস্যা প্রকট।’

এসব থেকে পরিত্রাণের উপায় কী? সে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম সারির অভিনেত্রীরাও পেমেন্ট নিয়ে বৈষম্যের শিকার হন। আমি নিজের জন্য নয়, মূলত তাদের জন্য কথাগুলো বলছি। আমরা যদি কথা না বলি, এসব চলতে থাকবে। শুধু নারী দিবস নয়, সারা বছর কথা বলতে হবে। তাহলে হয়তো একসময় বৈষম্য দূর হবে।’

সর্বশেষ তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকে অভিনয় করেছেন তিনি। নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় দেখা গেছে তাকে।

 

 

ফা আ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *