রাত ১১:০৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফের বাড়ল অটোগ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৫

মূল্য সংযোজন করের সমন্বয়ের কারণে ফের বাড়ল অটোগ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের নতুন মূল্য এখন লিটারপ্রতি ৬৬ টাকা ৮৫ পয়সা।

বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে এসব তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।

প্রকৃতপক্ষে এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭.৫ শতাংশ হারে মুসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য হবে লিটারপ্রতি ৬৬ টাকা ৮৫ পয়সা।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *