নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-নাশকতার সময় দিন-রাত অনবরত রাজধানীর আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। পরিস্থিতি শান্ত হয়ে এলে কমে আসে টহল। তবে আজ সোমবার (২৯ জুলাই) আবার ঢাকার আকাশে র্যাবের হেলিকপ্টারের আনাগোনা চোখে পড়ছে।
এর কারণ জানতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবেই র্যাবের হেলিকপ্টার রাজধানীতে টহল দেয়। তাছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবেও হেলিকপ্টার ওড়ে রাজধানীর আকাশে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক গতকাল রোববার সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
তবে এ ঘোষণা প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দেন বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক। সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারাদেশে ‘ছাত্র-জনতার বিক্ষোভ’ কর্মসূচি এবং ‘প্রতিবাদ সমাবেশ’ করার কথা তাদের।
তবে দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও শিক্ষার্থীদের কর্মসূচির দেখা যায়নি।
আকাশপথে র্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ সব কার্যক্রমের ভিডিও চিত্র র্যাবের পক্ষ থেকে ধারণ করা হয়েছে। এরই মধ্যে এগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, র্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
টিটিএম/ এনজি